নয়াদিল্লি, 22 মার্চ :আশঙ্কা ছিলই ৷ সেটাই সত্যি হল ৷ বাড়ল রান্নার গ্যাসের দাম (Domestic cooking gas LPG price hiked by Rs 50 per cylinder) ৷ এক ধাক্কায় 50 টাকা ৷ 14.2 কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 949.50 টাকা ৷ গত বছর অক্টোবরের পর এই প্রথম বাড়ল এলপিজির দাম (Domestic cooking gas, Petrol, Diesel price hiked) ৷
দাম বেড়েছে পেট্রল ও ডিজেলেরও (Petrol Diesel prices increase) ৷ দুই জ্বালানির দাম লিটারপিছু 80 পয়সা বেড়েছে ৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটারপিছু হয়েছে 96.21 টাকা ৷ যেটা আগে ছিল 95.41 টাকা ৷ আর ডিজেলের দাম 86.67 টাকা থেকে বেড়ে লিটারপিছু হয়েছে 87.47 টাকা ৷ দাম বৃদ্ধি পাওয়ার পর কলকাতায় লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে 105.51 টাকা ও 90.62 টাকা ৷ মঙ্গলবার ভোর 6টা থেকে নয়া দাম কার্যকর হয়েছে ৷
দেশে 137 দিন পর বাড়ল পেট্রল ও ডিজেলের দাম ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম সাংঘাতিক বেড়ে তিন অংকের সংখ্যায় পৌঁছে গিয়েছে ৷ তা সত্ত্বেও গত চার মাসেরও বেশি সময়ে দেশে বাড়েনি পেট্রল ও ডিজেলের দাম ৷