পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 7, 2020, 10:17 AM IST

ETV Bharat / business

SBI-র নতুন চেয়ারম্যান দীনেশকুমার খারা

দীনেশকুমার খারাকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে । আগামী তিন বছর এই পদের দায়িত্বে তিনি থাকবেন ।

Dinesh Kumar Khara
দীনেশ কুমার

দিল্লি, 7 অক্টোবর : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চেয়ারম্যান পদে দীনেশকুমার খারাকে নিযুক্ত করল কেন্দ্র । আজ থেকে SBI-র এই পদের দায়িত্ব সামলাবেন তিনি । আগামী তিন বছর এই পদের দায়িত্বে তিনি থাকবেন । অর্থমন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ করা হয় ।

দীনেশকুমারের আগে SBI-র চেয়ারম্যান ছিলেন রজনীশ কুমার । গত তিন বছর এই পদের দায়িত্ব সামলেছেন তিনি । আজ অবসর নেবেন । 28 অগাস্ট ব্যাঙ্ক বোর্ড বিউরো SBI-র চেয়ারম্যান পদে দীনেশকুমারের নাম সুপারিশ করে ।

2016 সালের অগাস্টে তিন বছরের জন্য SBI-র ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত করা হয়েছিল দীনশকুমারকে । পরে পারফরম্যান্সের বিচারে গতবছর তাঁর মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয় ।

দিল্লির FMS থেকে বিসনেজ় অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি অর্জন করেন দীনেশকুমার । 1984 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজ শুরু করেন । প্রায় 33 বছর ধরে এই ব্যাঙ্কের সঙ্গে তিনি যুক্ত ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details