নয়াদিল্লি, 1 ডিসেম্বর:আরও বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারপিছু (Commercial LPG prices hiked) দাম 100.50 টাকা করে বাড়ানো হল ৷ গত 1 নভেম্বরের পর এক মাস না-কাটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ৷
1 নভেম্বর বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপিছু 266 টাকা বাড়ানো হয়েছিল ৷ এ বার তা আরও একশো টাকারও বেশি বাড়ল ৷ ফলে বর্তমানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম (prices of the Liquified Petroleum Gas) দিল্লিতে সিলিন্ডারপিছু হল 2,101 টাকা ৷ আজ থেকেই কার্যকর হয়েছে নয়া দাম ৷
2012-13 সালে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম সর্বাধিক 2,200 টাকা হয়েছিল ৷ আর এখন তার দাম বেড়ে যা হল, তা দ্বিতীয় সর্বাধিক (new prices recorded as second-highest)৷ ফের এতটা দাম বাড়ায় ক্যাফে ও রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে ৷ তবে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একই রয়েছে ৷