দিল্লি, 12 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতে ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া উদ্দীপক দেওয়ার চেষ্টা করা হয়েছে এ বারের বাজেটে। সংসদে বাজেট বিতর্কের জবাবি ভাষণে এ কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, ছোট ছোট ক্ষেত্রেই নয়, মাঝারি ও দীর্ঘমেয়াদি ক্ষেত্রেও সমস্যার সমাধানের দ্বারা দেশের বৃদ্ধি বজায় রাখতে চেয়েছে সরকার, যাতে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে ভারত।
শুক্রবার নির্মলা বলেন, ''কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে 2021 সালের কেন্দ্রীয় বাজেট। 80 কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়া হয়েছে, 8 কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস এবং কৃষক, মহিলা ও গরিব 40 কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।'' দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে বাজেট তৈরি করা হয়েছে বলে জানান নির্মলা।