নয়াদিল্লি, 8 এপ্রিল : গত বছর করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন শিল্প ও ব্যবসায় ধাক্কা লেগেছে ৷ সেই তালিকায় রয়েছে উড়ান শিল্পও ৷ আন্তর্জাতিক ও দেশীয় উড়ান প্রায় বন্ধ হয়েই পড়ে রয়েছে ৷ যেটুকু চলছে, সেখানেই খুব প্রয়োজন ছাড়া কেউ যাতায়াত করছে না ৷
আর এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদল ঘটবে না বলে মনে করছে বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং ৷ বুধবার তাদের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ তারা জানিয়েছে, 2022 সালের দ্বিতীয় ভাগে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ একই সঙ্গে আশার কথাও শোনানো হয়েছে তাদের তরফে ৷ জানানো হয়েছে যে প্যানডেমিকের আগে যে পরিস্থিতি ছিল, তার দ্বিগুণ যাত্রী হবে 2030 সালে ৷
বোয়িং কর্মাশিয়াল এয়ারপ্লেন এর রিজিওনাল মার্কেটিং এর ম্যানেজিং ডিরেক্টর ডেভিড শাটলের মতে, করোনা প্যানডেমিক থাকা সত্ত্বেও 2019 সালের মতো যাত্রী সংখ্যা পৌঁছতে সময় লাগবে 2022 সালের দ্বিতীয় ভাগ পর্যন্ত ৷ আর 2030 সালে আন্তর্জাতিক উড়ানের যাত্রী সংখ্যা প্যানডেমিকের আগের পরিস্থিতির দ্বিগুন হয়ে যাবে ৷