নয়াদিল্লি, 8 ডিসেম্বর : দেশে ওমিক্রন আতঙ্ক (Omicron Scare) মাথাচাড়া দেওয়ায় এখনই সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক (RBI Keeps Lending Rates Unchanged)৷ তাই আপাতত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে দেওয়া সুদের হারে তারা কোনও পরিবর্তন করল না ৷ অপরিবর্তিতই রাখা হয়েছে রেপো রেট ও রিভার্স রেপো রেট ৷ আজ এ কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das)৷
বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট 4 শতাংশ ও রিভার্স রেপো রেট 3.35 শতাংশ ৷ বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে আরবিআই যে সুদে ঋণ দেয়, সেটাই হল রেপো রেট ৷ আর ব্যাঙ্কগুলি থেকে রিজার্ভ ব্যাঙ্কের টাকা ধার নেওয়ার সুদের হার হল রিভার্স রেপো রেট ৷ দুটিই অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এই নিয়ে পরপর 9 বার রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক ৷