পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Amazon India: উৎসবের মরসুমে দেশে 1.1 লাখ+ মরশুমি কর্মী নিয়োগ অ্যামাজনের - অ্যামাজনে কর্মী নিয়োগ

উৎসবের মরসুমের আগে দেশজুড়ে 1.1 লাখেরও বেশি মরশুমি কর্মী নিয়োগ (Seasonal Job Opportunities) করল অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)৷ কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ বিভিন্ন শহরে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ৷

Amazon India creates more than one lakh seasonal job opportunities ahead of festive season
উৎসবের মরসুমে 1.1 লাখ+ মরসুমি কর্মী নিয়োগ অ্যামাজনের

By

Published : Sep 24, 2021, 1:58 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : উৎসবের মরসুমের আগে দেশে 1.1 লাখেরও বেশি মরশুমি কর্মসংস্থানের সুযোগ (Seasonal Job Opportunities) সৃষ্টি করেছে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ৷ এর দ্বারা কলকাতা, মুম্বই, দিল্লি, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ ও চেন্নাই-সহ গোটা দেশজুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চাকরির ব্যবস্থা হয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে এ কথা জানাল এই ই-কমার্স সংস্থা ৷

অ্যামাজনের বর্তমান কর্মীদের নেটওয়ার্কে নতুন লোক নেওয়া হয়েছে ৷ তাঁদের মূলত দ্রব্য নেওয়া, প্যাক করা, শিপিং ও গ্রাহকদের কাছে অর্ডার ডেলিভারি করার কাজে লাগানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কর্মী নিয়োগ করা হয়েছে ৷ চলতি মাসের শুরুর দিকেই দেশের প্রথম কেরিয়ার দিবসে 8,000 কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে অ্যামাজন ৷ তাঁদের ছাড়াও বাড়তি এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে সংস্থা জানিয়েছে ৷ 2025 সালে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে অঙ্গীকার করেছে দেশ ৷

আরও পড়ুন:Fishing : বৃষ্টিতে ভেড়ির মাছ পড়েছে খালবিলে, জাল ফেলে মাছ ধরার হিড়িক বারাসতে

অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট অখিল সাক্সেনা বলেন, "উৎসবের মরশুমে নিজের অর্ডার নিরাপদে দ্রুত ডেলিভারির ক্ষেত্রে অ্যামাজনের উপর আস্থা রাখেন গোটা দেশের গ্রাহকরা ৷ আমাদের প্রয়োজনে, ডেলিভারি ও গ্রাহকদের পরিষেবা দেওয়ায় বাড়তি 1,10,000 কর্মী নিয়োগে বিশেষ সুবিধে হবে ৷" এই কর্মী নিয়োগের ফলে কয়েক লক্ষ মানুষ আর্থিক ভাবে স্বনির্ভর হবে বলেও দাবি তাঁর ৷

আরও পড়ুন:Assam : দারাংয়ে পুলিশের গুলি চালনার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ অসম সরকারের

বিশেষ ভাবে সক্ষম, মহিলা, প্রবীণ সেনাকর্মী ও রূপান্তরকামীদের (LGBTQAI+) জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তারা উদ্যোগী বলে জানিয়েছে অ্যামাজন ৷ বিবৃতিতে তারা জানিয়েছে, এ বছর মরশুমি কর্মসংস্থানে যে পরিমাণ কর্মী নেওয়া হয়েছে তার মধ্যে 50 শতাংশই মহিলা ৷ গত বছরের তুলনায় 60 শতাংশ বেশি বিশেষ ভাবে সক্ষম কর্মীও নেওয়া হয়েছে ৷ রূপান্তরকামী কর্মীর সংখ্যা বেড়েছে প্রায় 100 শতাংশ ৷

আরও পড়ুন:Subhendu on Mukul : শুনানির দিন ফের অনুপস্থিত মুকুল রায়, এবার আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

2021 সালে নিজেদের ফুলফিলমেন্ট ও ডেলিভারি নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটিয়েছে অ্যামাজন ইন্ডিয়া ৷ 15টি রাজ্যে এখন তাদের 60টি ফুলফিলমেন্ট সেন্টার রয়েছে ৷ অ্যামাজনের মালিকানাধীন ও সহযোগী ডেলিভারি স্টেশনের সংখ্যা 1,700-রও বেশি ৷

আরও পড়ুন:Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের

ABOUT THE AUTHOR

...view details