নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : উৎসবের মরসুমের আগে দেশে 1.1 লাখেরও বেশি মরশুমি কর্মসংস্থানের সুযোগ (Seasonal Job Opportunities) সৃষ্টি করেছে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ৷ এর দ্বারা কলকাতা, মুম্বই, দিল্লি, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ ও চেন্নাই-সহ গোটা দেশজুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চাকরির ব্যবস্থা হয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে এ কথা জানাল এই ই-কমার্স সংস্থা ৷
অ্যামাজনের বর্তমান কর্মীদের নেটওয়ার্কে নতুন লোক নেওয়া হয়েছে ৷ তাঁদের মূলত দ্রব্য নেওয়া, প্যাক করা, শিপিং ও গ্রাহকদের কাছে অর্ডার ডেলিভারি করার কাজে লাগানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কর্মী নিয়োগ করা হয়েছে ৷ চলতি মাসের শুরুর দিকেই দেশের প্রথম কেরিয়ার দিবসে 8,000 কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে অ্যামাজন ৷ তাঁদের ছাড়াও বাড়তি এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে সংস্থা জানিয়েছে ৷ 2025 সালে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে অঙ্গীকার করেছে দেশ ৷
আরও পড়ুন:Fishing : বৃষ্টিতে ভেড়ির মাছ পড়েছে খালবিলে, জাল ফেলে মাছ ধরার হিড়িক বারাসতে
অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট অখিল সাক্সেনা বলেন, "উৎসবের মরশুমে নিজের অর্ডার নিরাপদে দ্রুত ডেলিভারির ক্ষেত্রে অ্যামাজনের উপর আস্থা রাখেন গোটা দেশের গ্রাহকরা ৷ আমাদের প্রয়োজনে, ডেলিভারি ও গ্রাহকদের পরিষেবা দেওয়ায় বাড়তি 1,10,000 কর্মী নিয়োগে বিশেষ সুবিধে হবে ৷" এই কর্মী নিয়োগের ফলে কয়েক লক্ষ মানুষ আর্থিক ভাবে স্বনির্ভর হবে বলেও দাবি তাঁর ৷