গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), ১১ এপ্রিল : YSRCP কর্মীদের হাতে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবা প্রসাদ। গুন্টুরে তাঁর উপর হামলা চালানো হয়। জামাও ছিঁড়ে দেয় YSRCP কর্মীরা।
অন্ধ্রপ্রদেশে স্পিকারের উপর হামলা, জামা ছিঁড়ে মার - YSRCP activists attacked Andhra pradesh Speaker
YSRCP কর্মীদের হাতে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবা প্রসাদ। গুন্টুরে তাঁর উপর হামলা চালানো হয়।
![অন্ধ্রপ্রদেশে স্পিকারের উপর হামলা, জামা ছিঁড়ে মার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2970378-thumbnail-3x2-speakerfi.jpg)
কোদেলা শিবা প্রসাদ
দেখুন ভিডিয়ো
প্রথম দফার নির্বাচনে বেশ উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। অনন্তপুরায় জখম হন এক TDP নেতা। বন্দরাপল্লিতে TDP ও YSRCP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর স্পিকারের উপর হামলার ঘটনাও ঘটল।
Last Updated : Apr 11, 2019, 2:33 PM IST
TAGGED:
tdp