খড়গপুর, 21 মে : দিনদুপুরে গুলি চলল খড়গপুর শহরে । আজ খড়গপুর IIT-র সামনে একদল দুষ্কৃতী গুলি চালায় । গুলি লাগে সুদীপ্ত কর নামে এক যুবকের ।
খড়গপুর IIT-র সামনে চলল গুলি, নিহত যুবক - iit kharagpur
আজ দুপুরে খড়গপুরে দুষ্কৃতীরা গুলি চালায় । নিহত এক যুবক ।
ছবি সৌজন্যে : Pixabay
দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায় । আশঙ্কাজনক অবস্থায় সুদীপ্তকে খড়গপুর সদর হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর । ঘটনাস্থানে পুলিশ গেছে। কী কারণে গুলি করা হয়েছে, তা জানা যায়নি ।
Last Updated : May 21, 2019, 4:39 PM IST