পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পুলিশকর্মীদের জন্য আবাসন প্রকল্পের অনুমোদন উত্তরপ্রদেশ সরকারের

পুরুষ ও মহিলা উভয় আধিকারিকদের জন্য 44টি করে পুলিশ হস্টেল, 322টি থানা এবং তদন্তকারী অফিসারদের জন্য বিশেষ ঘর নির্মাণ করা হচ্ছে । পুরো প্রকল্পের জন্য 2 হাজার 789 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

Yogi Government
Adityanath

By

Published : Jul 6, 2020, 3:03 PM IST

লখনউ, 6 জুলাই : পুলিশকর্মীদের জন্য হস্টেল বিল্ডিং নির্মাণে 471টি প্রোজেক্টে অনুমোদন দিল উত্তরপ্রদেশ সরকার । পুরো প্রকল্পের জন্য 2 হাজার 789 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব অবিনাশ অবস্তি আজ সাংবাদিকদের বলেন, “শুধুমাত্র ভালো আবাসনের ব্যবস্থাই নয়, পুলিশকর্মীদের কাজের সুবিধার্থে আরও ফায়ার স্টেশন ও থানাও তৈরি এবং পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । মুখ্যমন্ত্রী নিজেই এই কাজের অগ্রগতি পর্যবক্ষেণ করছেন ।”

এই প্রথম উত্তরপ্রদেশে পুরুষ ও মহিলা উভয় আধিকারিকদের জন্য 44টি করে পুলিশ হস্টেল, 322টি থানা এবং তদন্তকারী অফিসারদের জন্য বিশেষ ঘর নির্মাণ করা হচ্ছে । নিচুতলার পুলিশকর্মীদের থাকার জন্য থানাতেই হস্টেল এবং ব্যারাক নির্মাণ করা হবে ।

উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন DG ব্রিজ লাল বলেন, “ব্রিটিশ আমলে তৈরি পুলিশ ব্যারাকগুলিতে এতদিন ধরে বিপজ্জনকভাবে নিজেদের পরিবার নিয়ে রয়েছেন পুলিশকর্মীরা । এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এই বিষয়ে নজর দিলেন । তিন লাখের বেশি কর্মী নিয়ে গঠিত এই শক্তিশালী বাহিনীর আবাসনের বিষয়টি বরাবরই সরকারের চিন্তা বাড়িয়েছে এবং পুলিশকর্মীরা অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে রয়েছেন ।”

ABOUT THE AUTHOR

...view details