পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Union Budget 2022 : গান্ধিনগরে বিশ্বমানের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গড়ার আমন্ত্রণ সীতারমনের - MD and Group CEO GIFT City Tapan Ray

করোনার তৃতীয় ঢেউ, বাড়তে থাকা বেকারত্বের মধ্যেই বাজেটে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আমন্ত্রণ জানালেন নির্মলা সীতারমন (Union Budget 2022) ।

FM Nirmala Sitharaman over GIFT
FM Nirmala Sitharaman

By

Published : Feb 1, 2022, 4:17 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি :বিশ্বমানের এবং অন্য দেশের বিশ্ববিদ্যালয় তৈরি হবে গান্ধিনগরের জিআইএফটি সিটিতে । আজ বাজেটে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত পরিষেবার জন্য আরও দক্ষ মানুষ পাওয়া যাবে এই বিশ্ববিদ্যালয়গুলিতে । আর এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভারতীয় নীতি নিয়ম লাগু করা হবে না (World Class foreign universities in Gandhinagar GIFT City, FM Nirmala Sitharaman )।

এছাড়া, আন্তর্জাতিক মধ্যস্থতাকারী কেন্দ্র তৈরি হবে জিআইএফটি-তে । আন্তর্জাতিক বিচারব্যবস্থার আওতায় থাকা সমস্যাগুলির দ্রুত এবং সময়ানুযায়ী নিষ্পত্তি করতে এই পদক্ষেপ ৷ 2022-23-এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় একথা জানালেন নির্মলা সীতারমন । এই কেন্দ্র সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার অথবা লন্ডন কমার্শিয়াল আর্বিট্রেশন সেন্টারের মতো হতে পারে । বর্তমানে জিআইএফটি-আইএফসিএস ভারতের প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক পরিষেবা কেন্দ্র ।

আরও পড়ুন : Union Budget 2022 : বাজেটে এলআইসি'র শেয়ার বিক্রির ঘোষণা অর্থমন্ত্রীর

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “জিআইএফটি সিটিতে বিশ্বমানের বিদেশি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুমোদন দেওয়া হবে । তারা এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনটেক, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কের উপর বিভিন্ন কোর্স করাতে পারবেন । আইএফএসসিএ-র নিয়ম ছাড়া ভারতের কোনও নীতির অধীন থাকবে না এই প্রতিষ্ঠানগুলি ।” মন্ত্রী জানান, দীর্ঘস্থায়ী এবং জলবায়ু পরিববর্তনের সঙ্গে তাল মিলিয়ে অর্থনীতিকে চালাতে বিশ্ব মূলধনে কী ধরনের পরিষেবা দেবে ভারত, তা এই জিআইএফটি সিটিতে পাওয়া যাবে ।

জিআইএফটি সিটির অধিকর্তা তপন রায় ( Tapan Ray, MD and Group CEO, GIFT City ) বললেন, “বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে এবং তা যদি দেশের নিয়ম নীতি মুক্ত হয়, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করার অনেক দক্ষ লোকজন পাওয়া যাবে । আন্তর্জাতিক মধ্যস্থতা কেন্দ্রও সমস্যা সমাধানের পদ্ধতিগুলিকে আরও শক্তিশালী করবে । জিআইএফটিতে ব্যবসা বাণিজ্য আরও সহজ হবে ।”

ইন্টারন্যাশনাল সার্ভিসেস সেন্টারস অথরিটি বা আইএফএসসিএ দেশের অর্থনীতির সঙ্গে জড়িত একাধিক বিষয় যেমন, পরিষেবা, অর্থনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি এবং নিয়মনীতি দেখভালের একটি সমন্বয়কারী কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details