পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

স্বামীর দ্বিতীয় স্ত্রীকে গুলি করে খুন, গ্রেপ্তার প্রথম পক্ষ - মুরাদাবাদ

গতকাল রাতে মুরাদাবাদে এক মহিলা তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে গুলি করে খুন করে। ঘটনাস্থল থেকেই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক স্বামী।

Moradabad
Moradabad

By

Published : Jun 9, 2020, 1:39 PM IST

মুরাদাবাদ, 9 জুন : স্বামীর দ্বিতীয় স্ত্রীকে গুলি করে খুন করল প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুরাদাবাদের সিভিল লাইন অঞ্চলে। পুলিশ শাবানা নামক ওই মহিলাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শাবানা জাকিরের প্রথম স্ত্রী। কয়েক বছর আগে জাকির আলিয়া নামক আরেক মহিলাকে বিয়ে করে। বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনই ফোনে শাবানার সঙ্গে আলিয়ার ঝগড়া হত। জাকির নিজেও তাঁর দুই স্ত্রীর মধ্যে ঝামেলার কথা জানতেন।

ঘটনাস্থলে উপস্থিত আলিয়ার ভাইঝি মুসকান জানান, গতকাল রাতে তারা ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এমন সময় পিছন থেকে আচমকা হামলা চালায় শাবানা। আলিয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং তাঁর উপর চার রাউন্ড গুলি চালায় শাবানা।

যদিও আলিয়াকে ফোন করার পর পালাননি শাবানা। সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত পাঠক জানান, ঘটনাস্থান থেকেই শাবানাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি নয় এম এমের পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী জাকির।

ABOUT THE AUTHOR

...view details