পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

RSS-এর লোক এনে BJP ভাটপাড়া জ্বালিয়েছে : মমতা - Mamata Banerjee

আজ বিধানসভায় "জয় হিন্দ, জয় বাংলা" ধ্বনি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, বিরোধীদের একসঙ্গে আসার প্রস্তাব দেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 26, 2019, 9:08 PM IST

Updated : Jun 26, 2019, 11:56 PM IST

কলকাতা, 26 জুন : ভাটপাড়ায় অশান্তির ঘটনা নিয়ে প্রশাসনিকস্তরে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় আজ এই ইশুতে মুখ খুললেন । ভাটপাড়ায় অশান্তির জন্য BJP-কে দায়ি করলেন মুখ্যমন্ত্রী । বিধানসভায় তিনি বলেন, "ভাটপাড়া আপনারা (BJP) জ্বালিয়েছেন । বাইরে থেকে RSS-এর লোক আনা হয়েছে ।" পাশাপাশি, আজ বিধানসভায় "জয় হিন্দ, জয় বাংলা" ধ্বনি দেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, "BJP-কে ভোট দিলে কী হয়, সেটা ভাটপাড়া দেখে বুঝুন । BJP-কে ভোট দেওয়ার আগে 10 বার ভাবতে বলব । দোকান-স্কুল বন্ধ রয়েছে । বাঙালির উপরে হামলা হয়েছে । " রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্যও BJP-র দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, BJP-র দুজন মারা গেছেন । অন্যদিকে, আটজন তৃণমূলকর্মী প্রাণ হারিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, "এমন কী হল যার জন্য এত হিংসা ? 2011 সালে তৃণমূল জয়ী হওয়ার পরে কোনও বদলা হয়নি । নজরুল গীতি বেজেছে । "

এই সংক্রান্ত আরও খবর :ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3

এদিন DA ও বেতন কমিশন নিয়ে আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী । 2015 সালে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে বেতন কমিশন গঠন করা হয় । তখন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছিল রাজ্য । যদিও কার্যক্ষেত্রে প্রতি বছরই কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে । সম্প্রতি কমিশনের মেয়াদ আরও সাত মাস বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে । এর জেরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বেড়েছে । তাঁদের ক্ষোভ লোকসভা ভোটেও দেখা গেছে । পোস্টাল ভোটের একটা বড় অংশ শাসকদলের বিপক্ষে গেছে । চলতি মাসে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপবাবু জানান, দ্রুত রিপোর্ট জমা পড়বে । এনিয়ে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, "সুপারিশ এলেই DA ও বেতন কমিশন নিয়ে ভাবব । ডিসেম্বরের তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরেই যাতে সুপারিশ এসে যায় সেজন্য বলেছি ।"

এই সংক্রান্ত আরও খবর :বেড়েই চলেছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ, রাজ্যপালের দ্বারস্থ কর্মচারী সংগঠন

আজ বিধানসভার অধিবেশনের শুরু থেকেই কাটমানি নিয়ে তুমুল চেঁচামেচি করে বিরোধীরা । শাসকদলের বিধায়কদের উদ্দেশে চোর চোর আওয়াজ তোলা হয় । মুখ্যমন্ত্রীর উপস্থিতেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের বিধায়করা । পরে এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কাটমানির অভিযোগ থাকলে লোকায়ুক্তে যান । আমি লোকায়ুক্ত করে দিয়েছি । " পার্থ চট্টোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পার্থদা ঠিক বলেছেন । (তৃণমূল কংগ্রেসে) 0.1 শতাংশ খারাপ মানুষ রয়েছে । সেটা সব জায়গায় আছে । সাধুদের মধ্যেও আছে । আমরা মনিটরিং সেল করেছি । "

এই সংক্রান্ত আরও খবর :কাটমানি তদন্তে কমিশনের দাবিতে উত্তাল বিধানসভা, বিরোধীদের ওয়াক আউট

বিরোধীদের দুর্নীতির অভিযোগের প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী দাবি করেন, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় রাজ্য ঋণের ভারে ডুবে ছিল । ঋণের বোঝা সত্ত্বেও রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে । তিনি বলেন, "বাংলাকে নিয়ে গর্ববোধ করুন । ঋণ শোধ করে অনেক উন্নয়ন করেছি । সংস্কার করেছি । " চলতি অর্থবর্ষেও রাজ্যকে 56 হাজার কোটি টাকা শোধ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে একটা স্কুল দেখান কন্যাশ্রী পায়নি । সবুজ সাথি প্রকল্পে সবাই সাইকেল পেয়েছে । না হলে ওই সাইকেলে চেপে BJP মিছিল করছে কীভাবে ? আমি ফুটেজ দেখে বলছি ।"

লোকসভা ভোটে জোচ্চুরি হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "23টি রাজনৈতিক দল মিলে নির্বাচন কমিশনে গেছিলাম । আমাদের কথা শোনা হয়নি । কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিল । বৃহত্তর স্বার্থে ভাবুন । BJP ভোট হিসেব করে মেশিনে ক‍্যালকুলেশন করে দেয়নি তো ? " ভবিষ্যতে বিরোধী দলগুলিকে ফের একছাতার তলায় আনার কথা বলেন মুখ্যমন্ত্রী । রাজ্যের নাম পরিবর্তনে ঢিলেমির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন তিনি । বলেন, "রাজ‍্যের নাম বাংলা করার জন্য বিধানসভায় পাশ করালাম । কিন্তু, কেন্দ্র ছাড়পত্র দিচ্ছে না । " পাশাপাশি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে কেন্দ্রের NDA সরকার রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, যতই চেষ্টা করুক না কেন বিধানসভায় আসার ক্ষমতা এখনও হয়নি BJP-র ।

এই সংক্রান্ত আরও খবর :BJP-এর বিরুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান মমতার : নো চান্স বললেন সুজন

অন্যদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ সাহিত্য সম্রাটকে বিধানসভায় শ্রদ্ধা জানানো হয় । ইন্দ্রনীল সেনের সঙ্গে বন্দেমাতরম গানে গলা মেলান মুখ্যমন্ত্রী । গান শেষে তিনি "জয় হিন্দ,জয় বাংলা" ধব্বনি দেন ।

এই সংক্রান্ত আরও খবর :'জয়শ্রীরাম'- এর জের, মমতার যাত্রাপথে জমায়েত রুখতে তৎপর নবান্ন

Last Updated : Jun 26, 2019, 11:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details