হায়দারাবাদ, 6 জুন: শনিবার 32 - এ পা দিলেন ভারতীয় টেস্ট দলের সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে। জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন তিনি । তবে শুধু ক্রিকেট দুনিয়া নয়, বিশ্বজুড়ে অগণিত ভক্ত অজিঙ্কাকে শুভেচ্ছা বার্তা পাঠান ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের সরকারি টুইটার হ্যান্ডেলে টুইট করে রাহানেকে শুভেচ্ছা জানায় । একটি ছবি পোস্ট করে ICC । সেখানে রাহানে ও তার কেরিয়ার স্ট্যাটিস্টিক উল্লেখ থাকে ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লেখে, “175 টি আন্তর্জাতিক আবির্ভাব, 7540 রান, 14 টি শতরান, 145 টি ক্যাচ । টেস্ট ক্রিকেটে নয় নম্বর ব্যাটসম্যান। শুভ জন্মদিন অজিঙ্কা রাহানে। ”
জাতীয় দলে তাঁর অধিনায়ক বিরাট কোহলি লেখেন, “ জন্মদিনে অনেক শুভেচ্ছা জিংস। খুব ভালো কাটুক বছরটা। ”
সীমিত ওভারের ক্রিকেটে ভারতের জাতীয় দলের সহ-অধিনায়ক ইন্ডিয়ান ব্যাটসম্যান রোহিত শর্মা বলেন, “হ্যাপি বার্থডে অজিঙ্কা। পরিবারের সঙ্গে একটি দারুণ দিন কাটাও। তোমার জন্য শুভেচ্ছা রইল।”