দিল্লি, 24 জুন : ফের ভাঙন তৃণমূল কংগ্রেস শিবিরে । আজই BJP-তে যোগ দেবেন কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি । ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন তিনি ।
BJP-তে যোগ দিচ্ছেন কালচিনির তৃণমূল বিধায়ক - Delhi
ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন কালচিনির তৃণমূল বিধায়ক । তাঁর দাবি, আরও অনেকে BJP-র সঙ্গে যোগাযোগ রাখছেন ।
![BJP-তে যোগ দিচ্ছেন কালচিনির তৃণমূল বিধায়ক](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3645577-thumbnail-3x2-wilson.jpg)
উইলসন চম্প্রামারি
উইলসন চম্প্রামারি বলেন, "আজ BJP-তে যোগ দেব । আরও অনেকে BJP-তে আসবেন । তাঁরা দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন । "
Last Updated : Jun 24, 2019, 8:04 PM IST