কলকাতা, 13 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের MEME পোস্টের জন্য শনিবার BJP যুব মোর্চার এক নেত্রীকে গ্রেপ্তার করা হয় । আজ তাঁর জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয় । আগামীকাল তা শোনা হবে বলে জানিয়েছে বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ।
বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় । প্রিয়াঙ্কা বলেন, "আমি ছবিটা পেয়ে শুধু পোস্ট করেছিলাম । এছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না । কিন্তু আমি যেহেতু BJP করি তাই ফাঁসানোর জন্য FIR করা হয়েছে ।" গতকাল প্রিয়াঙ্কার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত ।