পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দোষী সাব্যস্ত হতেই কান্নায় ভেঙে পড়লেন অনিন্দিতা - Lawyer Rajat Dey

দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারকের কক্ষের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি । সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হলেও তাঁর অশ্রুজল কিছুতেই থামছিল না । পরে, বিচারকের কক্ষের বাইরে আনা হলেও মনের পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি অনিন্দিতার । এরই মধ্যে তাঁর ফাঁসির দাবিতে আদালতে চলে বিক্ষোভ ।

মামলায় দোষী সাব্যস্ত অনিন্দিতা
মামলায় দোষী সাব্যস্ত অনিন্দিতা

By

Published : Sep 14, 2020, 6:39 PM IST

Updated : Sep 15, 2020, 9:16 AM IST

বারাসত, 14 সেপ্টেম্বর : আইনজীবী রজত দে খুনের মামলায় দোষী সাব্যস্ত অনিন্দিতার ফাঁসির দাবিতে বারাসত আদালতে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ । আজ দুপুরে খুনের মামলায় আদালতের ফাস্ট ট্রাক থার্ড কোর্টের বিচারক সুজিত কুমার ঝা দোষী সাব্যস্ত করেন অনিন্দিতাকে । এরপর বিচারকের এজলাস থেকে বের করার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদের একাংশ । চলে সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে স্লোগানও । তুমুল বিক্ষোভ ও স্লোগানে উত্তাল হয়ে উঠে আদালত চত্বর । কোনওরকমে অনিন্দিতাকে বিক্ষোভকারীদের হাত থেকে আগলে সোজা নিয়ে যাওয়া হয় কোর্ট এজলাসের ভিতর ।

2018 সালের 25 নভেম্বর নিউটাউনের DB ব্লকের ফ্ল্যাটে নিথর দেহ উদ্ধার হয় আইনজীবী রজত দে-র ।এই মৃত্যু ঘিরে রহস্য দাঁনা বাঁধে প্রথম থেকেই । খুনের অভিযোগে সরব হন মৃতের পরিবার । শেষে খুনের অভিযোগ দায়ের হয় নিউটাউন থানায় । 1 ডিসেম্বর খুনের অভিযোগে রজতের আইনজীবী স্ত্রী অনিন্দিতা দে (পাল)-কে গ্রেপ্তার করে পুলিশ । এরপর থেকেই মামলাটি চলছিল বারাসত আদালতে । একবছর ন'মাস চোদ্দো দিনের মাথায় আজ রজত খুনের মামলায় অনিন্দিতাকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত ।

এদিন আদালতে প্রবেশের সময় থেকে মনমরা ছিলেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা । এরপর,দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারকের কক্ষের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি । সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হলেও তাঁর অশ্রুজল কিছুতেই থামছিল না । পরে, বিচারকের কক্ষের বাইরে আনা হলেও মনের পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি অনিন্দিতার । এরই মধ্যে তাঁর ফাঁসির দাবিতে আদালতে চলে বিক্ষোভ । আইনজীবীদের একাংশ অনিন্দিতার সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হন আদালতের ভিতর ।

আরও পড়ুন :আইনজীবী রজত দে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা

বিক্ষোভকারী আইনজীবীদের একাংশের বক্তব্য, "যেভাবে পরিকল্পনা করে আইনজীবী রজত দে-কে খুন করা হয়েছে তাতে ফাঁসিই হওয়া উচিত খুনির । সেই দাবিতেই খুনি অনিন্দিতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে । আমরা আশা করছি বুধবার সেই সাজাই ঘোষণা করবে আদালত৷"

মৃতের বাবা সমীর দে ছেলের খুনির সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে সরব হয়েছেন । তিনি বলেন, “আদালতে প্রবেশের সময় কোনও অনুতাপের ছাপ ছিল না ওঁর (অনিন্দিতা) মধ্যে । যেই দোষী সাব্যস্ত করা হয়েছে ওমনি চোখ থেকে জল বেরিয়ে এসেছে । এসব নাটক ছাড়া আর কিছু নয় । আদালতের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে । যতই ওসব করুক আমাদের আদালতের উপর আস্থা আছে । আদালত সর্বোচ্চ সাজা দেবে বলেই মনে করছি ।”

এদিকে, এই খুনের মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা । তাই অনিন্দিতার সর্বোচ্চ সাজা চাইব আমরা ।”

Last Updated : Sep 15, 2020, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details