পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দিল্লি, কলকাতার মূল্যসূচক এক হলেও DA আলাদা কেন ? প্রশ্ন SAT-এর - kolkata

দিল্লি ও কলকাতায় মূল্য সূচক এক হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কর্মীরা কেন কম DA পাচ্ছেন গতকাল তা নিয়ে প্রশ্ন তোলে SAT ।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 26, 2019, 6:09 AM IST

কলকাতা, ২৬ এপ্রিল: দিল্লি ও কলকাতার মূল্যসূচক (AICPI) এক । তাহলে DA-এর বেলায় ভিন্নতা কেন ? গতকাল SAT-এর বিচারপতির এই প্রশ্নের মুখে পড়ল রাজ‍্য সরকার । রাজ‍্য সরকারি কর্মীদের গত ১০ বছরের DA-র আদেশ‌নামা প্রকাশের নথি দাখিল করার নির্দেশ দিল SAT । বিচারপতিরা দেখে নিতে চাইছেন কোন প্রেক্ষিতে রাজ্য সরকার DA-এর আদেশ নামা জারি করেছে ।

গতকাল শুনানি শুরুর প্রথমেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের আইনজীবী আমজাদ আলি রোপা-৯ অনুসারে DA দেওয়ার কথা বিচারপতির সামনে ব‍্যাখ‍্যা সহ উল্লেখ করেন । প্রত্যুত্তরে সরকার পক্ষের আইনজীবী অপূর্বলাল বসু সরকারের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন । বলেন, "প্রতিটি রাজ‍্য সরকার AICPI (মূল্যসূচক) অনুসারে DA দেয় না। তাঁরা নিজস্ব অর্থনৈতিক ক্ষমতা অনুসারে DA দেয়। একথা শুনে বিচারপতি সুবেশ দাস বলেন, "এটা ভুল তথ‍্য। AICPI(মূল্যসূচক) অনুসারে প্রতিটি রাজ্য সরকার DA দেয়।

পরবর্তী পর্যায়ে বিচারপতি রঞ্জিত কুমার বাগ বলেন, "দিল্লি ও কলকাতা দু'টো রাজ্যের AICPI এক। সেই ক্ষেত্রে এই রাজ্যে DA-র বেলায় তা ভিন্ন কেন ? আপনারা এই রাজ্যের কর্মীদের DA দেওয়ার ক্ষেত্রে প্রতিটি আদেশনামা (১/০৪/২০০৯ থেকে ০১/০১/২০১৯) ২ মে দাখিল করবেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।"

আজ দুই বিচারপতি নির্দেশে সন্তোষ প্রকাশ করেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা মনে করছি রায় আমাদের পক্ষেই যেতে চলেছে। আর সেই বুঝে সরকার যতটা সম্ভব সময় নষ্ট করতে চাইছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details