কলকাতা, ২৬ এপ্রিল: দিল্লি ও কলকাতার মূল্যসূচক (AICPI) এক । তাহলে DA-এর বেলায় ভিন্নতা কেন ? গতকাল SAT-এর বিচারপতির এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার । রাজ্য সরকারি কর্মীদের গত ১০ বছরের DA-র আদেশনামা প্রকাশের নথি দাখিল করার নির্দেশ দিল SAT । বিচারপতিরা দেখে নিতে চাইছেন কোন প্রেক্ষিতে রাজ্য সরকার DA-এর আদেশ নামা জারি করেছে ।
গতকাল শুনানি শুরুর প্রথমেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের আইনজীবী আমজাদ আলি রোপা-৯ অনুসারে DA দেওয়ার কথা বিচারপতির সামনে ব্যাখ্যা সহ উল্লেখ করেন । প্রত্যুত্তরে সরকার পক্ষের আইনজীবী অপূর্বলাল বসু সরকারের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন । বলেন, "প্রতিটি রাজ্য সরকার AICPI (মূল্যসূচক) অনুসারে DA দেয় না। তাঁরা নিজস্ব অর্থনৈতিক ক্ষমতা অনুসারে DA দেয়। একথা শুনে বিচারপতি সুবেশ দাস বলেন, "এটা ভুল তথ্য। AICPI(মূল্যসূচক) অনুসারে প্রতিটি রাজ্য সরকার DA দেয়।