আলিপুরদুয়ার, 18 জুন : পুত্র বিয়োগের যন্ত্রণায় মায়ের কান্নার আওয়াজ রাতের নিস্তব্ধতা ভেদ করে জাগিয়ে রাখল আলিপুরদুয়ারের বিন্দিপাড়া গ্রামের মানুষকে। শহিদ পুত্রের ছবি বুকে আঁকড়ে ঘরের মেঝেতেই শুয়ে রাত কাটালেন সন্তানহারা মা-বাবা।
সন্তান হারিয়ে শোকে ভাষা হারিয়েছেন শহিদ বিপুল রায়ের মা কুসুমবালা দেবী । তাঁকে সামলাতে হাজির গোটা গ্রাম। অন্যদিকে শহিদের বাবা নীরেন রায়ও আজ খুব একটা ঘর থেকে বের হননি। বুধবার ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে ভেঙে পড়েছেন তিনি ।
দাদার মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই ভুটান থেকে দেশে ফিরেছেন শহিদ জওয়ানের ভাই বকুল রায়। বৃ্হস্পতিবার ভোররাতে তিনি বিন্দিপাড়ার বাড়িতে এসে পৌঁছান । তারপর থেকেই বাবা, মাকে বুকে আগলে রেখেছেন । দাদার অকাল প্রয়াণে বাকরুদ্ধ ছোটো ভাই। বৃদ্ধ মা, বাবাকে নিয়ে কার্যত দিশেহারা বোধ করছেন তিনি।