কোচবিহার, 5 অক্টোবর : নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের । নিখোঁজ আরও এক কিশোর ৷ কোচবিহারের শীতলকুচির সতীপোরাঘাট এলাকার খুটামারা নদীতে দুর্ঘটনাটি ঘটে ।
মৃত ওই কিশোরের নাম কাঞ্চন বর্মণ (17)। নিখোঁজ কিশোরের নাম কঙ্কন সরকার । দু'জনেরই বাড়ি শীতলকুচির ধনিরটারি এলাকায় ৷ আজ সকালে দু'জনেই খুটামারা নদীতে মাছ ধরতে গিয়েছিল । দূর থেকে কয়েকজন তাদের নদীতে তলিয়ে যেতে দেখেন । কাছে গিয়ে আর তাদের তাঁরা দেখতে পাননি । এরপর স্থানীয়দের খবর দেওয়া হয় । স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন । পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয় ।