কলকাতা, 5 ফেব্রুয়ারি : সাধারণত কৃষিকাজে জন্য সবচেয়ে বড় শত্রু প্রাকৃতিক বিপর্যয় । সম্প্রতি রাজ্য সরকার কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য কেন্দ্রের প্রশংসা পেয়েছে । একদিকে করোনার মতো অতিমারি, অন্যদিকে যশ ও জাওয়াদের মতো প্রাকৃতিক বিপর্যয় । তথ্য বলছে, এরপরও রাজ্য 20-21-এর খরিফ মরশুমে রেকর্ড আমন ধান উৎপাদন করেছে (West Bengal produces record Aman dhan in Corona and natural calamity) ।
এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, “রাজ্য সরকার সবসময় কৃষকের পাশে রয়েছে । আর সে কারণে এই সাফল্য এসেছে ।” তিনি জানান, 2020-21 অর্থবর্ষে রাজ্য সরকারের তরফে বাংলা ফসল বিমা যোজনার মাধ্যমে 23 লক্ষ পরিবার শস্য বিমার 430 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে । এছাড়া 28 লক্ষ পরিবারকে 230 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে নতুন করে চাষ করার জন্য ।
এছাড়া যে সমস্ত উপকূলবর্তী এলাকায় নোনা জল ঢুকে গিয়েছিল, সেখানে নোনা স্বর্ণধান চাষ করা হয়েছে । দু'লক্ষ বিঘার উপরে জমিতে এই নোনা স্বর্ণধান চাষ করা হয়েছে এবং এর থেকে সাধারণ মানুষ লাভবান হয়েছেন । এই ধান আমন ধানের মতো খেতে । সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে যেখানে যত মেলা হবে, সর্বত্র এই নোনা স্বর্ণধানের উপস্থাপন করা হবে ।
আরও পড়ুন : Farm Credits in Bengal : পশ্চিমবঙ্গে কৃষি ঋণে ব্যাঙ্কদের অনীহা নিয়ে প্রবল ক্ষুব্ধ রাজ্য সরকার