কলকাতা, 17 জুন : মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে জট কাটল । আজ নবান্নে দুপুর তিনটে থেকে বৈঠক হবে । রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দু'জন করে প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন । স্বাস্থ্য অধিকর্তার তরফে এই চিঠি আন্দোলনকারীদের কাছে পৌঁছেছে ।
10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । তাঁদের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে । ইতিমধ্যে বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । এরপর আরও জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি তোলেন, নিজের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আর NRS-এ তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে । পরিস্থিতি জটিল হচ্ছে দেখে কিছুটা নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে নবান্নে বৈঠকে ডাকেন । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য ছিল, বন্ধ ঘর নয়, NRS-এ মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । এনিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।