পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

যুদ্ধ নয়, সম্মান চেয়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখে খুললেন ব্রাভো - ড্যারেন সামি

বিশ্বজুড়ে উত্তাল হওয়া বর্ণবৈষম্য নিয়ে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো । তাঁর মতে, যুদ্ধ নয় সম্মান চাইছেন মানুষ ।

Image
ডোয়েন ব্রাভো

By

Published : Jun 10, 2020, 4:58 PM IST

দিল্লি, 10 জুন: বর্ণবৈষম্য উত্তাল বিশ্ব। ক্রীড়াক্ষেত্রে তার প্রভাব পড়েছে। একজোট হয়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তিত্বরা । এবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো।

বর্ণ বৈষম্যের অভিযোগ মাথাচাড়া দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামির একটি দাবিকে ঘিরে । 2014 সালে আইপিএল চলাকালীন তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন সামি । সে সময় তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন ।

এদিন ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে জিম্বাবুয়ের প্রাক্তন পেসার পম্মিয়ে এমবাঙ্গার সঙ্গে ব্রাভো বর্ণবিদ্বেষ নিয়ে কথা বলেন । তিনি বলেন , “ বিশ্বজুড়ে যা ঘটছে তা সত্যিই দুঃখের বিষয় । কৃষ্ণাঙ্গ মানুষ হিসাবে আমরা ইতিহাসটা জানি । কী কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল আমাদের। আমরা কখনই প্রতিশোধ চাই না । আমরা সামঞ্জস্য ও সম্মান চাই । আমরা অন্যকে সম্মান দিই, তাহলে কেন আমরা বারবার ধরে বর্ণবৈষম্যের শিকার হই। "

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক সামি একটি ভিডিয়ো সামনে আনেন । সেখানে দেখা যায় সানরাইজার্স ক্যাম্পে তাঁর বিরুদ্ধে বর্ণবৈষম্যের স্লোগান দেয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details