পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পরিবহকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী - CM went to see Paribaha Mukherjee at hospital

সন্ধ্যায় হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী

By

Published : Jun 17, 2019, 7:48 PM IST

Updated : Jun 17, 2019, 10:42 PM IST

কলকাতা, 17 জুন : পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত সোমবার রাতে দুষ্কৃতীদের মারধরে গুরুতর জখম হয়েছিল জুনিয়র ডাক্তার পরিবহ । আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠকের পরে পরিবহকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ।

উল্লেখ্য, গত সোমবার রাতে NRS হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । সেই ঘটনায় পরিবহ মুখোপাধ্যায় গুরুতর জখম হন । তিনি বর্তমানে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসাধীন ।

এই সংক্রান্ত আরও খবর :সাতদিনের অচলাবস্থার অবসান, আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের একাধিক দাবির মধ্যে অন্যতম ছিল পরিবহকে হাসপাতালে দেখতে যেতে হবে মুখ্যমন্ত্রীকে । আন্দোলনের জেরে রাজ্যজুড়ে চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে ।

এই সংক্রান্ত আরও খবর :"আমরা কারা ? লক্ষ্মী ছেলে" , স্লোগান আন্দোলনকারী ডাক্তারদের

শেষপর্যন্ত আজ বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা । জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি তিনি মেনে নেন । তারপরই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে জানান, তাঁরা আন্দোলন তুলে নেবেন । প্রতিনিধিদের তরফে এই প্রতিশ্রুতি পেয়ে মুখ্যমন্ত্রীও জানান, তিনিও পরিবহকে দেখতে হাসপাতালে যাবেন । তারপরই মুখ্যমন্ত্রী পরিবহকে হাসপাতালে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন ।

এই সংক্রান্ত খবর :আলোচনা ফলপ্রসূ, NRS-এ গিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

Last Updated : Jun 17, 2019, 10:42 PM IST

For All Latest Updates

TAGGED:

NRS

ABOUT THE AUTHOR

...view details