পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ঝাড়খণ্ড থেকে মালদায় পাচারের চেষ্টা, 5 কেজি আফিম সহ গ্রেপ্তার 1 - Jharkhand

পাঁচ কিলোগ্রাম আফিম সহ কালিয়াচকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । তাকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

ধৃত নাজিবুল হক

By

Published : Jun 29, 2019, 11:17 PM IST

মালদা, 29 জুন : পাঁচ কিলোগ্রাম আফিম সহ কালিয়াচক থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম নাজিবুল হক (47) । বাড়ি কালিয়াচকের পুরাতন 16 মাইলে । আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

পাচার করা হচ্ছে আফিম । গোপন সূত্রে এই খবর পেয়ে গতরাতে রাজনগর ঘাটে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । সেখানে এক সন্দেহভাজনকে আটক করে । তল্লাশিতে 4 কিলোগ্রাম 861 গ্রাম আফিম উদ্ধার হয় । পরে তাকে গ্রেপ্তার করা হয় । জেরায় সে জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে মালদায় আফিম নিয়ে আসছিল ।

ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় । তার সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন করে পুলিশ । বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details