কলকাতা, 11 সেপ্টেম্বর : অক্টোবরেই পরীক্ষা নিতে পারবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি । অক্টোবরে পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা দপ্তর চিঠি পাঠিয়েছিল । চিঠির প্রেক্ষিতে মিলেছে অনুমোদন । ইতিমধ্যেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মৌখিকভাবে UGC-র অনুমোদনের কথা জানানো হয়েছে ।
UGC-র অনুমোদন, অক্টোবরেই পরীক্ষা রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে - WB colleges and universities
অক্টোবরে পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা দপ্তর চিঠি পাঠিয়েছিল । চিঠির প্রেক্ষিতে অনুমোদন পাওয়া গেল ।
সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় , UGC-র নির্দেশিকা মেনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিতেই হবে । কিন্তু কোরোনা আবহে 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না । তাই উপাচার্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 1 থেকে 18 অক্টোবরের মধ্যে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টার আয়োজন করার প্রস্তাব দেওয়া হয় । এবং 31 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করার নির্দেশ দেয় উচ্চশিক্ষা দপ্তর । তা মেনে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়-কলেজই প্রস্তুত হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য ।
কিন্তু, কোনও রাজ্য সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা না নিতে পারলে UGC-র কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ মেনে 2 সেপ্টেম্বর উচ্চশিক্ষা দপ্তরের তরফে চিঠি পাঠানো হয় UGC-র কাছে । অক্টোবর মাসে পরীক্ষা নেওয়ার অনুমতি চাওয়া হয় । প্রস্তুতি চললেও UGC-র অনুমোদন না আসা পর্যন্ত পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করতে পারছিল না বিশ্ববিদ্যালয়গুলি । গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন মেলার পর পরীক্ষা নিয়ে সেই জট কাটল ।
উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, গতকাল বিকেলেই UGC তাদের পাঠানো প্রস্তাবে সায় দিয়েছে । তারপরেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মৌখিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে । অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার 1 থেকে 18 অক্টোবরের মধ্যে পরীক্ষা নিতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি । দ্রুত পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে ।