পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পাইপ ফেটে জল সংকট করুণাময়ী আবাসনে - bidhannagar

জলের পাইপ ফেটে বিধাননগরে করুণাময়ী আবাসনের প্রায় ২০০০ বাসিন্দা চরম দুর্ভোগে। বিধাননগর পৌরনিগমের তরফে জানানো হয়ছে পাইপ সরানোর কাজ চলছে।

এই পাইপ ফাটায় দুর্ভোগে পড়েছেন আবাসিকরা

By

Published : Apr 26, 2019, 6:09 AM IST

বিধাননগর, ২৫ এপ্রিল: জলের অভাবে সমস্যায় সল্টলেকের করুণাময়ী আবাসনের বাসিন্দারা। দুর্ভোগে প্রায় ২০০০ আবাসিক । নিত্যদিনের কাজকর্ম শিকেয় উঠেছে । খাওয়ার জল কিনতে হচ্ছে । সমস্যা মিটতে সময় লাগবে বলে জানিয়েছে বিধাননগর পৌরনিগম।

জানা গেছে, জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি । অভিযোগ, এলাকায় একটা হাউজ়িং প্রজেক্টের পাইলিংয়ের কাজ করার সময় পাইপ লাইন ফেটে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর সুধীর সাহা । তিনি জানিয়েছেন, বারবার প্রজেক্ট আধিকারিকদের বলা সত্ত্বেও কোনও কাজ করেনি তাঁরা । অবশেষে কাউন্সিলরের উদ্যোগে পাইপ সরানোর কাজ শুরু করেছে । তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই উত্তর দিতে পারেনি কেউ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details