বিধাননগর, ২৫ এপ্রিল: জলের অভাবে সমস্যায় সল্টলেকের করুণাময়ী আবাসনের বাসিন্দারা। দুর্ভোগে প্রায় ২০০০ আবাসিক । নিত্যদিনের কাজকর্ম শিকেয় উঠেছে । খাওয়ার জল কিনতে হচ্ছে । সমস্যা মিটতে সময় লাগবে বলে জানিয়েছে বিধাননগর পৌরনিগম।
পাইপ ফেটে জল সংকট করুণাময়ী আবাসনে - bidhannagar
জলের পাইপ ফেটে বিধাননগরে করুণাময়ী আবাসনের প্রায় ২০০০ বাসিন্দা চরম দুর্ভোগে। বিধাননগর পৌরনিগমের তরফে জানানো হয়ছে পাইপ সরানোর কাজ চলছে।
এই পাইপ ফাটায় দুর্ভোগে পড়েছেন আবাসিকরা
জানা গেছে, জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি । অভিযোগ, এলাকায় একটা হাউজ়িং প্রজেক্টের পাইলিংয়ের কাজ করার সময় পাইপ লাইন ফেটে যায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর সুধীর সাহা । তিনি জানিয়েছেন, বারবার প্রজেক্ট আধিকারিকদের বলা সত্ত্বেও কোনও কাজ করেনি তাঁরা । অবশেষে কাউন্সিলরের উদ্যোগে পাইপ সরানোর কাজ শুরু করেছে । তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই উত্তর দিতে পারেনি কেউ ।