পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লাগাতার বৃষ্টিতে বাড়ছে জলস্তর, কোচবিহারের একাধিক এলাকায় ঢুকল নদীর জল - Water level increases in rivers of coochbehar

গত কয়েকদিন ধরেই পাহাড়ে বৃষ্টির পাশাপাশি সমতলেও লাগাতার বৃষ্টির জেরে কোচবিহারে নদীগুলিতে জলস্তর বেড়ে গেছে । ইতিমধ্যেই জলমগ্ন কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি, হরিণচওড়াসহ বিভিন্ন এলাকা ।

Water level increases in the rivers of coochbehar
কোচবিহার

By

Published : Jul 12, 2020, 1:32 PM IST

কোচবিহার, 12 জুলাই : পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে কোচবিহারে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে । তোর্সা ও মানসাই নদীতে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে । জলস্তর বাড়ায় নদীর পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে ।

কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি, হরিণচওড়াসহ বিভিন্ন এলাকায় বাড়িগুলিতে জল ঢুকে যাওয়ায় বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্থানান্তরিত করা হয়েছে । জানা গিয়েছে, তোর্সা, রায়ডাক, কালজানি, মানসাইসহ ছোটো বড় মিলিয়ে অন্তত 10টি নদী কোচবিহার জেলার মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে । ভুটান ও সিকিম থেকে আসা এই নদীগুলিতে পাহাড়ে ভারী বৃষ্টি হলেই জল বেড়ে যায় । গত কয়েকদিন ধরে পাহাড়ের পাশাপাশি সমতলেও লাগাতার বৃষ্টিতে নদীগুলিতে জলস্তর বেড়ে গেছে । নদীর জল এভাবে বাড়তে থাকলে খুব শীঘ্রই কোচবিহার শহরেও জল ঢুকে পড়বে বলে আশঙ্কা সেচ বিভাগের আধিকারিকদের । যদিও কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”

কোচবিহার জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, প্রশাসনের পাশাপাশি আমরাও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের রান্না করা খাবার সরবারহ করব।

ABOUT THE AUTHOR

...view details