পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

শুকিয়ে যাওয়ার মুখে আস্ত একটা হ্রদ, জলসংকটে ভোপাল - water

প্রায় শুকিয়ে গেছে ভোপালের ভোজতাল হ্রদ। আর এরফলেই তীব্র জলসংকটের মুখে ভোপাল শহর। সংকট মোকাবিলায় রাজ্য সরকার ১০০ কোটি টাকা খরচ করবে ।

শুকিয়ে গেছে ভোজতাল হ্রদ

By

Published : Jun 4, 2019, 12:56 PM IST

Updated : Jun 4, 2019, 1:36 PM IST

ভোপাল, ৪ জুন: অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে ভোপালের ভোজতাল হ্রদের জলস্তর । আর এই কারণেই জলসংকট দেখা দিয়েছে শহরে। কম বৃষ্টিপাতের জন্য হ্রদের জলস্তর নেমে গিয়েছে অনেকটাই । এই সংকট মোকাবিলায় ভোপালের মেয়র আনন্দ শর্মা সর্বদল সভা করবেন বলে আজ জানিয়েছেন ।

ভোজতাল হ্রদ মূলত আপ্পার হ্রদ নামেই ভোপালে পরিচিত । বিশাল আয়তনের এই হ্রদটি শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত । শহরের জলের মূল উৎস এই হ্রদ । অন্যবারের তুলনায় এবার বৃষ্টিপাত কম হয়েছে। তাপপ্রবাহও ছিল চরমে । আর এর ফলেই ভোজতালের জলস্তর কমতে শুরু করেছে । জলসংকট দেখা দিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।

ভোপালের মেয়র অলোক শর্মা বলেন, "কয়েক বছর ধরে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে । বাদা তালাব (ভোজতালের অপর নাম) - এর ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ পূরণ হচ্ছে । এরফলে দেখা দিয়েছে জলসংকট ।"

শুকনোপ্রায় হ্রদ

মেয়র বলেন, "আমি রাজ্যের মন্ত্রী গোবিন্দ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি । পরিস্থিতির মোকাবিলা করতে ওনাকে ১০০ কোটি টাকা অনুমোদন করতে বলেছি । " এছাড়া নাগরিকদের কাছে জলের অপচয় বন্ধ করতে আর্জি জানিয়েছি । শহরবাসীর কাছে আবেদন করছি আপনারা জল সংরক্ষণ করুন । ভোপালে জলসংকট কার্যত চরমে । সংকট মেটাতে জলের অন্যান্য উৎসের সন্ধান করতে হচ্ছে। আমরা শহরের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহর ব্যবস্থা করব । "

Last Updated : Jun 4, 2019, 1:36 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details