কলকাতা, 6 মে : "এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ ।" জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব ।
ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ : আরিজ় আফতাব - vote is going smothly
এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছে । জানালেন আরিজ় আফতাব ।
তিনি বলেন, "সকল বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন আছে । কুইক রেসপন্স টিম আছে । আমরা নিখুঁতভাবে নির্বাচন পরিচালনা করছি । "
যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের এই দাবির কিছুক্ষণ পরেই ব্যারাকপুরের মোহনপুর এলাকায় একটি বুথ থেকে BJP এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । সেখানে BJP এজেন্টকে বুথে ঢোকাতে গেলে দলের প্রার্থী অর্জুন সিংয়ের ঘুষি মেরে ঠোঁট ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা । গোটা ঘটনাটি ঘটে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনে ।