পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কাল মালদায় বৈঠক বিবেক দুবের, ভিডিয়ো কনফারেন্সে থাকবেন নায়েক - Vivek dube

DM, SP-দের সঙ্গে বৈঠক করবেন বিবেক দুবে । পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ।

বিবেক দুবে

By

Published : Apr 19, 2019, 8:15 PM IST

Updated : Apr 19, 2019, 8:47 PM IST

কলকাতা, 19 এপ্রিল : তৃতীয় দফার নির্বাচনের জন্য কাল বালুরঘাট ও মালদা যাচ্ছেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । সেখানে তিন জেলার DM, SP-দের সঙ্গে বৈঠক করবেন । ভিডিয়ো কনফারেন্সে থাকবেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।

23 এপ্রিল রাজ্যের পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ হবে । কেন্দ্রগুলি হল - বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও বালুরঘাট । তিনটি কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল মালদা ও বালুরঘাট যাচ্ছেন বিবেক দুবে । সকাল 9টা 5 মিনিটের বিমানে তিনি প্রথমে বাগডোগরা যাবেন । সেখানে থেকে প্রথমে বালুরঘাট ও পরে মালদা যাবেন । সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন । তারপর পাঁচটি কেন্দ্রের সব DM, SP-দের সঙ্গে বৈঠক করবেন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে থাকবেন অজয় নায়েকও ।

অপরদিকে, তৃতীয় দফায় 324 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । আজ সকালে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক জানান, তৃতীয় দফায় 90 শতাংশের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । তবে সূত্রের খবর, 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার চেষ্টা করা হচ্ছে ।

Last Updated : Apr 19, 2019, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details