কলকাতা, 19 মে : বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট পরিদর্শনে বেড়িয়েছেন । সূত্রের খবর, তাঁরা প্রথমে দমদম লোকসভা কেন্দ্রের বাগুইআটি এলাকায় ভোট পরিদর্শনে যান । সেখান থেকে উত্তর কলকাতার একাধিক এলাকায় যান । সাত দফার মধ্যে এই প্রথম একেবারে ময়দানে নেমে ভোট পরিদর্শন করেন বিবেক দুবে ও অজয় নায়েক ।
ভোট চলছে কেমন ? পরিদর্শনে বিবেক-অজয় - vivek dubey
সাত দফার মধ্যে এই প্রথম একেবারে মাঠে নেমে ভোট পরিদর্শন করেন বিবেক দুবে ও অজয় নায়েক । বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক রাজ্যের 9 টি লোকসভা কেন্দ্রে ভোট পরিদর্শনে বেরিয়েছেন ।
পরিদর্শনে বিবেক-অজয়
উত্তর কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর তাঁরা বেহালায় যান । বড়িশা জনকল্যাণ ভোটগ্রহণ কেন্দ্র থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেন ।
আজ রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে । বিবেক দুবে ও অজয় নায়েক কেন্দ্রীয় বাহিনীর কাজ ও ভোট সরেজমিনে খতিয়ে দেখতে বেড়িয়েছেন ।