শান্তিনিকেতন, 2 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই 3 ফেব্রুয়ারি থেকে খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ 1 ফেব্রুয়ারি বৈঠক করে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । যদিও, ছাত্রাবাস খোলার বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও উল্লেখ নেই (Visva Bharati reopens on 3 February) ৷
3 ফেব্রুয়ারি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য রাজ্যের স্কুলগুলি খুলছে ৷ ওই দিন থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীও তাদের পড়াশোনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে 1 ফেব্রুয়ারি সব ভবনের অধ্যক্ষ, অধিকারিক, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয় ৷ তারপর বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । সব ভবনে যথারীতি ক্লাস শুরু হবে । পাঠভবন ও শিক্ষাসত্রের ক্ষেত্রে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অফলাইনে ক্লাস হবে ৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই খুলছে বিশ্বভারতী ।