পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সচিনকে টপকে রেকর্ড বিরাটের ! - India and Pakistan

পাকিস্তানের বিরুদ্ধে আজ এই রেকর্ড করেন বিরাট কোহলি ।

বিরাট

By

Published : Jun 16, 2019, 6:15 PM IST

Updated : Jun 16, 2019, 7:08 PM IST

ম্যানচেস্টার, 16 জুন : একদিনের ক্রিকেটে দ্রুততম 11 হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি । মাত্র 222 ইনিংসে 11 হাজার রান টপকান কোহলি । সচিন তেন্ডুলকরের 54 ইনিংস কম খেলেই এই রেকর্ড গড়লেন কোহলি ।

আজ ম্যানচেস্টারে শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । রোহিত-রাহুলের গড়া ভিতে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি । 51 বলে হাফ সেঞ্চুরি করেন । এরপর 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি ।

এই সংক্রান্ত আরও খবর :ম্যানচেস্টারে হিটম্যান শো, দুরন্ত সেঞ্চুরি রোহিতের

সচিন তেন্ডুলকর 276 ইনিংসে 11 হাজার রান করেছিলেন । তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং । 286 ইনিংসে 11 হাজার রানের গন্ডি টপকান তিনি । পন্টিংয়ের থেকে 2 ইনিংস বেশি খেলে 11 হাজার করেছেন সৌরভ গাঙ্গুলি । এছাড়া, একদিনের ক্রিকেটে আরও পাঁচ খেলোয়াড় 11 হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন ।

এই সংক্রান্ত আরও খবর :20 বল আগে বৃষ্টিতে বন্ধ খেলা, 71-এ অপরাজিত বিরাট

Last Updated : Jun 16, 2019, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details