ম্যানচেস্টার, 16 জুন : একদিনের ক্রিকেটে দ্রুততম 11 হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি । মাত্র 222 ইনিংসে 11 হাজার রান টপকান কোহলি । সচিন তেন্ডুলকরের 54 ইনিংস কম খেলেই এই রেকর্ড গড়লেন কোহলি ।
আজ ম্যানচেস্টারে শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । রোহিত-রাহুলের গড়া ভিতে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি । 51 বলে হাফ সেঞ্চুরি করেন । এরপর 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি ।