পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অবৈধ কয়লা খাদানে ব্যবহৃত যন্ত্রাংশ ও ট্রাক্টরে আগুন - mills

অবৈধ কয়লা খনি চালানো হচ্ছিল । বারবার প্রতিবাদ করেও হয়নি লাভ । তাই ক্ষোভে খনির মাটি কাটার যন্ত্র ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা ।

ট্রাক্টরে আগুন

By

Published : May 25, 2019, 12:36 PM IST


জামুড়িয়া, 25 মে : চলছিল অবৈধ কয়লা খাদান । প্রতিবাদে খাদানের মাটি কাটার যন্ত্র ও কয়েকটি কয়লা বোঝাই ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীদের একাংশ । জামুড়িয়ার পরিহার পৌর এলাকার ঘটনা ।

পরিহার পৌর এলাকা সংলগ্ন গ্রামগুলিতে কিছুদিন ধরেই অবৈধ কয়লা খাদান চলছিল । সেই খনিগুলিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটাচ্ছিল কয়লা মাফিয়ারা । অভিযোগ, বারবার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি । এমনকী জামুড়িয়া থানার পুলিশকে জানানো হয় বিষয়টি । তাও বন্ধ হয়নি অবৈধ কয়লা খাদান ।

গতকাল এই অবৈধ কয়লা খাদানগুলি বন্ধের দাবিতে রুখে দাঁড়ান গ্রামবাসীরা । কোনওভাবেই গ্রামে অবৈধ কয়লা খাদান চালানো যাবে না দাবি করেন তাঁরা । এরপরে কয়লা মাফিয়াদের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের । ঘটনায় উত্তেজিত হয়ে খনিতে ব্যবহৃত যন্ত্রাংশ ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীদের একাংশ । তারপর থেকেই পলাতক কয়লা মাফিয়ারা ।

পরে ঘটনাস্থানে জামুড়িয়া থানার পুলিশ গেলে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা । পুলিশের সামনে তাঁরা খনিগুলি ভরাটের দাবি জানায় । অবশেষে পুলিশ খনিগুলি ভরাট করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details