পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিংয়ের শেষকৃত্যে হাজারো মানুষের ঢল - বশিষ্ঠ নারায়ণ সিং -এর অন্তিম সংস্কার

ভারতের প্রখ্যাত গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিং -এর অন্ত্যেষ্টি সম্পন্ন হল । তাঁর পৈতৃক বাসস্থান বিহারের বসন্তপুরে রাজকীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে ৷ বশিষ্ঠ নারায়ণ সিং গত বৃহস্পতিবার প্রয়াত হন ৷ স্কিজ়োফ্রেনিয়া রোগে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়লে পটনা মেড়িকেল কলেজে তাঁকে ভর্তি করা হয়।

বশিষ্ঠ নারায়ণ

By

Published : Nov 15, 2019, 5:59 PM IST

বিহার, ১৫ নভেম্বর : ভারতের প্রখ্যাত গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল । তাঁর পৈতৃক বাসস্থান বিহারের বসন্তপুরে অবস্থিত মহুলি ঘাটে রাজকীয় মর্যাদার সঙ্গে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয় । বশিষ্ঠ নারায়ণ সিং গত বৃহস্পতিবার প্রয়াত হন ৷

তাঁর অন্তিম সংস্কারের সময় বহু মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ তাঁর নামে স্লোগান দিতে দিতে অন্তিম যাত্রায় সামিল হন । তাঁর নামে বিহার সরকার স্মৃতি রক্ষা করার ব্যবস্থা করবে। মন্ত্রী জয়প্রকাশ সিং ETV ভারতকে একথা জানান।

বেঁচে থাকার সময় আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন তিনি। একসময় অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতাবাদকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। স্কিজ়োফ্রেনিয়া রোগে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়লে পটনা মেড়িকেল কলেজে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেননি বলে অভিযোগ । তাঁর মৃতদেহ দীর্ঘ সময় খোলা আকাশের তলায় পড়েছিল বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details