পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Uttarakhand Election 2022: উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে 632 জন প্রার্থীর মধ্যে 105 জনের বিরুদ্ধে মামলা ঝুলছে - Uttarakhand Election Candidates Crimincal Cases

10 ফেব্রুয়ারি পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন চাঞ্চল্যকর তথ্য সামনে আনল । উত্তরাখণ্ডে 632 জন প্রার্থীর মধ্যে 105 জন অপরাধমূলক কাজকর্মে জড়িত (Uttarakhand Election 2022) ।

Uttarakhand Election Candidates Crimincal Cases
Election Candidates with Criminal Backgound

By

Published : Feb 6, 2022, 11:45 AM IST

দেরাদুন, 6 ফেব্রুয়ারি : ভোটে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে প্রায় 17 শতাংশের নাম অপরাধী তালিকাভুক্ত । আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডের 632 জন প্রার্থীর মধ্যে 105 জনের বিরুদ্ধে অপরাধমূলক কাজে মামলা দায়ের হয়েছে । সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Uttarakhand Assembly Polls 105 of the 632 candidates have criminal cases) ।

নিয়মানুযায়ী নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর সম্পর্কে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হয় । সেখানে প্রার্থীর নামে কোনও মামলা দায়ের হলে, তাও জানাতে হয় কমিশনকে । সুপ্রিম কোর্টও এই নির্দেশ দিয়েছে । 10 ফেব্রুয়ারি দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন । 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে ভোট । তার আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া তথ্য থেকে এই বিষয়টি সামনে এসেছে ।

আরও পড়ুন: ED Arrests Nephew of Punjab CM : গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানি

2017-র বিধানসভা নির্বাচনের তুলনায় এবারে অপরাধী তালিকাভুক্তের সংখ্যাটা বেড়েছে । গতবারে 630 জনের মধ্যে 92 জন এই তালিকায় ছিল । 105 জনের মধ্যে কংগ্রেসের 22 জন, 25 জন নির্দল প্রার্থী, 13 জন বিজেপি প্রার্থী, 11 জন বিএসপি, 6 জন সমাজবাদী পার্টি বা এসপি দলের, 7 জন ইউকেডি-র । এছাড়া এআইএমআইএম, লোকতান্ত্রিক জনশক্তি পার্টি, ন্যাশনালিস্ট জনলোক পার্টি, শিরোমণি অকালি দল, উত্তরাখণ্ড জন একতা পার্টি, উত্তরাখণ্ড জনতা পার্টি, অখণ্ড ভারত বিকাশ পার্টি, সিপিআই লিবারেশন পার্টি এবং আজাদ সমাজ পার্টি - প্রতিটি দলের একজন প্রার্থীর নামও রয়েছে তালিকায় ।

উত্তরাখণ্ডে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচনী আধিকারিক সৌজন্যা (State Chief Electoral Officer Saujanya) জানিয়েছেন, প্রার্থীদের তাঁদের সম্বন্ধে সবকিছু আঞ্চলিক কাগজ এবং আঞ্চলিক ভাষার কাগজে অন্ততপক্ষে তিনবার প্রকাশ করতে হবে । এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব প্রার্থীদের বিষয়টি জানিয়ে দিয়েছি । নির্বাচন শুরু হওয়ার আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাঁদের সংবাদপত্রে ছাপানোর কথা বলেছি । 1 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে । এর মধ্যে তাঁরা নিয়ম মেনে চলছেন কি না, তাও নজরে রাখা হচ্ছে ।”

আরও পড়ুন: Attack on Asaduddin Owaisi : মিরাটে ওয়াইসির গাড়িতে গুলিচালনার ঘটনায় গ্রেফতার 2

ABOUT THE AUTHOR

...view details