রায়গঞ্জ, 7 জুলাই : প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা-কর্মীকে গুলি করার প্রতিবাদে আজ দাসপাড়া গ্রামপঞ্চায়েত এলাকাতে 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত বনধকে ঘিরে এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা না হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। দাসপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার সমস্ত দোকানপাট, হাটবাজার বন্ধ রয়েছে। বন্ধ দাসপাড়া পঞ্চায়েত অফিসও। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চলছে পুলিশি টহলদারি।
দুষ্কৃতীদের গ্রেপ্তারের প্রতিবাদে 12 ঘণ্টা বনধ চলছে চোপড়ায় - বনধ
দাসপাড়া গ্রামপঞ্চায়েতের গোঁয়াবাড়ি এলাকায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় গতকাল সন্ধেবেলা দুস্কৃতীরা হামলা চালায় । গুলিবিদ্ধ হনতৃণমূল নেতা আবুল হোসেন ও তৃণমূল কর্মী মোস্তাফা কামাল। এই ঘটনার প্রতিবাদে আজ দাসপাড়া গ্রামপঞ্চায়েত এলাকাতে 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ।
গতকাল সন্ধ্যায় দাসপাড়া গ্রামপঞ্চায়েতের গোঁয়াবাড়ি এলাকায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় দুস্কৃতীরা হামলা চালায় । তাতে প্রাক্তন প্রধান তৃণমূল নেতা আবুল হোসেন ও তৃণমূল কর্মী মোস্তাফা কামাল গুলিবিদ্ধ হন । তাদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস-CPI(M)আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
গ্রামে পুলিশ পিকেট বসানোর পাশাপাশি চলছে পুলিশের টহলদারিও । গতকালের গুলি চালিয়ে হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ।