পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কালিয়াগঞ্জের BDOঅফিসে কাজের দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

কয়েক দফা দাবি নিয়ে পরিযায়ী শ্রমিকেরা কালিয়াগঞ্জ BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আজ ডেপুটেশন দেয়।

BDO
BDO

By

Published : Jul 8, 2020, 8:20 PM IST

রায়গঞ্জ, 8 জুলাই: উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এলাকায় পরিযায়ী শ্রমিকেরা কাজের দাবিতে BDO অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করল । আজ "বাঁচার জন্য কাজ চাই, পেটের জন্য মোটা চালের ভাত চাই আর মাথার উপর ছাদ চাই "- এই কটি মৌলিক দাবি নিয়ে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। কোনও রাজনৈতিক দলের ব্যানারে নয়,বরং দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে " আমরা পরিযায়ী শ্রমিক " এই ব্যানারে কয়েক দফা দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ BDO অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন দিলেন ব্লকের পরিযায়ী শ্রমিকেরা। পরে কালিয়াগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পরিযায়ী শ্রমিকদের এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে।

কেন্দ্রীয় সরকারের দেওয়া অনুদানের টাকা পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া, পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ কয়েক দফা দাবি নিয়ে পরিযায়ী শ্রমিকেরা কালিয়াগঞ্জ BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেয়। BDO অফিসে ডেপুটেশন দেওয়ার আগে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে " আমরা পরিযায়ী শ্রমিক " এই ব্যানারে পরিযায়ী শ্রমিকদের এক মহামিছিল কালিয়াগঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। পরে পরিযায়ী শ্রমিকদের এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ BDO-র কাছে স্মারকলিপি প্রদান করে। কোনও রাজনৈতিক দলের ব্যানারে এই অবস্থান বিক্ষোভ না হলেও ওয়াকিবহাল মহলের দাবি এর পেছনে BJP-হাত রয়েছে।

পরিযায়ী শ্রমিকদের প্রতিনিধি রূপক রায় জানান, “কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের হাতে এককালীন টাকা দেওয়ার জন্য অনুদান দিলেও সেই টাকা রাজ্য সরকারের ব্লক প্রশাসনের মাধ্যমে আমরা পাচ্ছি না। সেই টাকা অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিতে হবে। প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ এলাকায় কর্মসংস্থান করে দিতে হবে এবং প্রতিটি পরিযায়ী শ্রমিক পরিবারকে সরকার থেকে থাকার জন্য ঘর তৈরি করে দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজ আমরা ডেপুটেশন দিয়েছি। প্রশাসন দ্রুত ব্যাবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক।”

ABOUT THE AUTHOR

...view details