কোপেনহেগেন, 11 জুন : গ্রিনল্যান্ডে পুনরায় দূতাবাস খুলল অ্যামেরিকা । 67 বছর পর দূতাবাস চালু হল বলে জানান ডেনমার্কে অ্যামেরিকার প্রতিনিধি কারলা স্যান্ডস ।
কারলা বলেন, “অ্যামেরিকান সরকারের প্রতিনিধি রূপে গ্রিনল্যান্ডের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে পেরে আমি অত্যন্ত খুশি । নুকে আমাদের দূতাবাস তৈরিতে সমগ্র ডেনমার্ককে পাশে পেয়েছি ।” অ্যামেরিকার স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও গ্রিনল্যান্ডে তাঁঁদের নতুন দূতাবাস চালু সম্পর্কে নিশ্চিত করেন । পম্পেও বলেন, “নুকে নতুন দূতাবাস চালু হওয়ায় গ্রিনল্যান্ড এবং সমগ্র ডেনমার্কের সঙ্গে অ্যামেরিকার গভীর সম্পর্ক তৈরি হবে । আমরা একসঙ্গে কাজ করব । পাশাপাশি ওই অঞ্চলের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক সমৃদ্ধ হবে ।”