ওয়াশিংটন, 14 জুলাই : দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আধিপত্যের দাবি খারিজ অ্যামেরিকার । ট্রাম্প প্রশাসনের বক্তব্য একতরফাভাবে ওই এলাকা নিজেদের বলে দাবি করার আইনত কোনও অধিকার নেই চিনের ।
গতকাল অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও বলেন, "বিশ্ব দক্ষিণ চিন সাগরের উপর বেজিংয়ের একচ্ছত্র আধিপত্য মেনে নেবে না । আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধু দেশগুলির পাশে রয়েছে অ্যামেরিকা ।" তিনি আরও বলেন, " চিন জোর করে ফিলিপিন্সের স্কার্বোরো রিফ এবং স্প্রেটলি দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করতে পারে না । চিনের উপকূল থেকে প্রায় হাজার নটিক্যাল মাইল দূরের জেমস শোয়ালকে নিজেদের সামুদ্রিক সীমার অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারে না চিন ।