কলকাতা, 22 জানুয়ারি : ক্লাসরুম পঠনপাঠন ও সমবয়সিদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকায় শিশুদের মনে ব্যাপক প্রভাব পড়েছে । তাই তাদের মানসিক স্বাস্থ্যর উন্নতির কথা মাথায় রেখে এবার স্কুল শিক্ষা দফতর ছাত্রীছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি ওয়েবিনারের আয়োজন করেছে । 23 জানুয়ারি অর্থাৎ আগামিকাল এই সিরিজের প্রথম ওয়েবিনার আয়োজিত হতে চলেছে (State Education Department to broadcast special webinar for school students) ।
করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । করোনার দাপট যখনই কিছুটা কম হয়েছে, রাজ্য প্রশাসনের তরফে মানুষজনকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে । কখনও আংশিক লকডাউন আবার কখনও কঠোর বিধি-নিষেধ পালনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়েছে । তবে শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে খোলা যায়নি স্কুল । 2020 সালের প্রথম দিকে স্কুল খোলা হলেও অচিরেই সংক্রমণ বাড়ার জেরে বন্ধ হয়ে যায় স্কুল । এবারেও নবম থেকে দ্বাদশ শ্রেণি চালু হলেও আবারও বন্ধ হয়েছে স্কুল । তবে নিচু ক্লাসগুলি খোলা সম্ভব হয়নি ।
তাই ক্লাসরুম পঠনপাঠন থেকে বঞ্চিত হয়ে ও সমবয়সিদের থেকে দূরে থেকে মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত হয়েছে শিশুরা । স্কুলের প্লে-গ্রাউন্ড বা পাড়ার মাঠে গিয়ে খেলাধুলোও এখন শিকেয় উঠেছে । তাতে এখন তাদের একমাত্র এবং সব থেকে বড় বন্ধু হল মোবাইল ফোন, যা তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর বিস্তর প্রভাব ফেলছে । এই বিষয়টি নিয়ে অভিভাবক থেকে শুরু করে শিশু চিকিৎসক, মনোবিদদের ভাবিয়ে তুলেছে ।
তাই বিভিন্ন সময় এদের মানসিক বিকাশের জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে । কখনও অনলাইন ক্লাসরুম, অ্যাক্টিভিটি টাস্ক, টিভি নেটওয়ার্কের মাধ্যমে ক্লাস নেওয়া, বাংলায় শিক্ষা দূরভাষ-সহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে ।