পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাজস্থানে বন্ধ্যাত্বকরণ ক্যাম্পে 2মহিলার মৃত্যু - Suratgarh

লকডাউনের মধ্যেই চলছিল ক্যাম্প করে বন্ধ্যাত্বকরণ কর্মসূচি । রাজস্থানের শ্রী গঙ্গানগর দুই মহিলার মৃত্যুতে গাফিলতির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে ।

Rajasthan
Rajasthan

By

Published : Jul 6, 2020, 10:19 PM IST

সুরতগড়, 6 জুলাই : বন্ধ্যাত্বকরণের জন্য অস্ত্রোপচার চলাকালীন দুই মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা রাজস্থানের সুরতগড়ে । চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠায় জেলায় সমস্ত বন্ধ্যাত্বকরণ ও নির্বীজকরণ ক্যাম্প আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ।

কোরোনা পরিস্থিতিতে যখন শুধুমাত্র আপতকালীন চিকিৎসা চলছে তখন কীভাবে এই ক্যাম্প চলছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে ।

রাজস্থানের শ্রী গঙ্গানগরের জেলাশাসক মহাবীর প্রসাদ বর্মা জানান, ইতিমধ্যেই তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে । তদন্তের স্বার্থে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত চিকিৎসককে । জেলাশাসক জানিয়েছেন দোষীদের কাউকে রেয়াত করা হবে না ।

ABOUT THE AUTHOR

...view details