কলকাতা, 6 ফেব্রুয়ারি :সরস্বতী পুজোর রাতে দুই ক্লাবের সদস্যের মধ্যে উত্তেজনা গড়াল হাতাহাতিতে । রাতভর দুই ক্লাবের অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল ঠনঠনিয়া চত্বর (Two Saraswati Pujo Club clash in Thanthania Kolkata)।
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে । ক্লাবের চার সদস্যকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে । গুরুতর আহত অবস্থায় তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতেই আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয় । এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
আরও পড়ুন : Saraswati Puja 2022 : 2 বছর পর স্কুলের সরস্বতী পুজোয় অংশ নিয়ে আনন্দে মাতল পড়ুয়ারা
পুলিশের দাবি, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ কোনও পক্ষ দায়ের করেনি । শুধু ফোনে ঘটনার কথা জানানো হয়েছিল পুলিশকে । পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে সবকিছু মিটে গিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ সরস্বতী পুজো মণ্ডপের কাছে ঠনঠনিয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কয়েকজন সদস্য বসেছিলেন । অভিযোগ, সেই সময় আচমকা তাঁদের উপর চড়াও হয় পাশের একটি ক্লাবের কয়েকজন সদস্য। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল । প্রায় 40-50 জন দুষ্কৃতী হামলা চালিয়েছে । যাদের মধ্যে অধিকাংশ বহিরাগত ছিল । তবে কী কারণে এই হামলা, তা জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুই ক্লাবের মধ্যে পুরনো আক্রোশের জেরে এই হামলা ।