পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Ballygunge Place firing case: বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর বাড়িতে গুলি চালানোর ঘটনায় ঝাড়খণ্ড থেকে ধৃত 2 গ্যাংস্টার - Ballygunge Place firing case

বালিগঞ্জ প্লেসে গুলি চালনার ঘটনায় (Ballygunge Place firing case) গ্রেফতার হল দুই গ্যাংস্টার । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ঝাড়খণ্ড থেকে তাদের গ্রেফতার করেছে ।

Kolkata Crime News
ঝাড়খণ্ডে গ্যাংস্টার গ্রেফতার

By

Published : Jan 23, 2022, 7:12 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : বালিগঞ্জে ব্যবসায়ীর অফিসে গিয়ে গুলি চালোনার ঘটনায় ঝাড়খণ্ড থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল (2 arrested in Ballygunge Place firing case) কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম অবিনাশ কুমার রাউত (23)। অপরজনের নাম চন্দন যাদব । দু'জনের বাড়িই ঝাড়খণ্ডে । পুলিশ জানায়, ধৃতরা মূলত এরাজ্যের কয়লা ব্যবসায়ীদের টার্গেট করত । তাঁদের কাছ থেকে তোলা আদায় করত । প্রাথমিক জেরায় জানা গিয়েছে, তারা একটি বিশেষ গ্যাংও চালাত, যার নাম ‘ওসুলি’ ।

অভিযোগ, গত 8 জানুয়ারি বালিগঞ্জ প্লেসে কয়লা ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় । তাঁর বাড়িতে লাগোয়া অফিসে ঢুকতে চেয়েছিল অবিনাশ এবং চন্দন । সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয় । এরপরেই ওই কয়লা ব্যবসায়ীর কাছ থেকে তোলা না পেয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় । সেই ঘটনার পরেই বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কয়লা ব্যবসায়ী ।

অভিযোগ পেয়ে প্রথমে তদন্ত শুরু করে বালিগঞ্জ থানার পুলিশ । তদন্তে অগ্রগতি না আসায় সেই তদন্তভার চলে যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে । এইপরেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং অভিযোগকারী কয়লা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে পুলিশ খোঁজ পায় ঝাড়খণ্ডের একটি গ্যাংস্টার দলের । এরপরই জানা যায়, এই দুই অভিযুক্ত ঝাড়খণ্ডের একটি বিশেষ গ্যাংয়ের সদস্য। এরপরেই আজ তাদের ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ।

জানা গিয়েছে, চন্দন যাদব কুখ্যাত এক দুষ্কৃতী । এর আগেও কয়লা ব্যবসায়ীদের থেকে টাকা তোলার ঘটনায় গ্রেফতার হয়েছে সে । দীর্ঘদিন জেলে খেটেছে । জেল থেকে বেরিয়ে ফের ওই একই কাজে লিপ্ত হয়েছে চন্দন।

আরও পড়ুন : ফের নতুন করে জিআইএস সিস্টেম চালু করতে চাইছে কলকাতা পুলিশ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details