পাণ্ডুয়া, ৭ মে : ভোট পরবর্তী হিংসা অব্যাহত । ভোট মিটতেই পাণ্ডুয়ার হরালে CPI(M)-র এক এজেন্টকে মারধর ও তাঁর বাড়ি ভাঙার অভিযোগ। অপর এক এজেন্টকেও মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি হরালের বড় মসজিদ তলার ।
অভিযোগ, গতরাতে অন্ধকারে বাড়িতে চড়াও হয় তৃণমূলের ওই দুষ্কৃতীরা । CPI(M) এজেন্ট আবদুল রেজ্জাককে বেধড়ক মারধর করে । বাড়িতেও ভাঙচুর চালায় । আবদুল ছাড়াও আর এক CPI(M) এজেন্টকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই এজেন্টের নাম শেখ ইসরাফিল। ভোট শেষে বাড়ি ফেরার সময় তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় । তাঁদের অভিযোগ, পাণ্ডুয়ার হরালে ৬৫ ও ৬৬ নম্বর বুথে বামফ্রন্ট প্রার্থী প্রদীপ সাহার সমর্থনে এজেন্ট বসার কারণেই এই হামলা চালায় তৃণমূল । তাঁরা পাণ্ডুয়া থানায় অভিযোগ জানিয়েছেন । খবর পেয়ে বাম প্রার্থী প্রদীপ সাহা দেখা করতে যান তাঁদের সঙ্গে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তিনি ।