পাঁচলায় তৃণমূল-BJP সংঘর্ষ, ভাঙচুর একাধিক বাড়ি - Trinamool-BJP
শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের তান্ডবে সমস্ত আয়োজন বন্ধ করার অভিযোগ ওঠে। ভাঙ্গা হয় বেশ কয়েকটা বাড়ির জানলার কাঁচ ও নানা জিনিস। আহত হয় এলাকার বেশ কিছু মানুষ। দুষ্কৃতী হামলার রেহাই পায়নি মহিলারাও এমনটাই অভিযোগ BJP র।
হাওড়া, 17 সেপ্টেম্বর : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গ্রামীন হাওড়ার পাঁচলার পাত্রপাড়া। গতকাল রাতে তৃণমূল BJP সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়, গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই উভয়পক্ষের মধ্যে নানান কারণে বিবাদ লেগে রয়েছে ।
BJP সমর্থক কিছু মানুষ জানায়, আমফানের ঝড়ে ভেঙেছিল কাঁচা ছিটে বেরার মনসা মন্দির। যে মন্দিরে একসময় পাড়ার সমস্ত মানুষ মিলে পুজোর আয়োজন করত। ভেঙে পড়ার পর গত জন্মাষ্টমীতে BJP সমর্থক কিছু মানুষ নতুন করে মূর্তি স্থাপন করেছিল সেই মন্দিরে। অভিযোগ, তা মানতে পারেনি শাসক দল।
এদিকে, বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্না পুজোর চল রয়েছে বাঙালিদের মধ্যে। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই গতকালকে পাড়ার প্রতিটা বাড়িতে চলছিল রান্না পুজোর তোড়জোড়। তারই মাঝে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের তান্ডবে সমস্ত আয়োজন বন্ধ করার অভিযোগ ওঠে। ভাঙ্গা হয় বেশ কয়েকটা বাড়ির জানলার কাঁচ ও নানা জিনিস। আহত হয় এলাকার বেশ কিছু মানুষ। দুষ্কৃতী হামলার রেহাই পায়নি মহিলারাও এমনটাই অভিযোগ BJP র।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বেছে বেছে BJP সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর চালায়। বাড়ির মহিলাদের উপর অত্যাচার করে। রান্না পুজোর কাঁচা মাছ পর্যন্ত লুট করে নিয়ে যায় তারা। BJP কর্মীদের আরও অভিযোগ ওই এলাকায় একটি মনসা মূর্তি যা গত পাঁচ থেকে ছয় বছর ধরে পুজো হয়ে আসছে সেই মূর্তিও তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙে জলাশয় ফেলে দেয়। যে কাঁচা ছিটেবারার মন্দির ছিল সেটা ভেঙে ফেলে তৃণমূলের লোকজন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তুলে শাসক দল জানায় এলাকার BJP সমর্থিত মানুষ তৃণমূলকে বদনাম করার জন্যই নিজেরা নিজেদের ঘর ভেঙে অশান্তি ছড়াচ্ছে। তাদের দাবি BJP র লোকেরাই অত্যাচার করেছে তাদের উপরে। তাদের বেশ কিছু সমর্থক আহত হয়েছে। তাদের স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।
গ্রামীণ হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গতকাল রাতে। এরপর দুই দলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।