পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রেজিস্ট্রেশনের জন্য বাড়তি সময় চেয়ে বালুরঘাট RTO-তে ডেপুটেশন - Covid 19

বেআইনি টোটো ও রেজিস্ট্রেশন নেই এমন ই-রিকশা শহরে যাতে না চলে তারজন্য RTO-র পক্ষ থেকে বালুরঘাটে ধরপাকড় শুরু হয়েছিল । যার বিরুদ্ধে গতকাল RTO অফিস ঘেরাও করেন টোটো চালকরা । দাবি, ক'টা দিন সময় দেওয়া হোক তাঁদের । RTO অফিসের তরফে তাঁদের আগামী 14 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ।

Toto drivers protests, RTO
Toto drivers protests, RTO

By

Published : Oct 6, 2020, 1:33 PM IST

বালুরঘাট, 6 অক্টোবর : কোরোনা ও লকডাউনের জেরে আর্থিক সংকটে দক্ষিণ দিনাজপুরের টোটো চালকরা । তাই পুজোর আগে যাতে রেজিস্ট্রেশন নেই এমন টোটো বা ই-রিকশা ধরপাকড় না করা হয় তারজন্য গতকাল বালুরঘাট RTO-তে লিখিতভাবে ডেপুটেশন দিলেন শহরের শতাধিক টোটো চালক । ডেপুটেশন জমা দেওয়ার আগে RTO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা ।

বেআইনি টোটো ও রেজিস্ট্রেশন নেই এমন ই-রিক্সা শহরে যাতে না চলে তারজন্য RTO-র পক্ষ থেকে বালুরঘাটে ধরপাকড় শুরু হয়েছিল । বেশ কয়েকটি টোটো এবং ই-রিকশা আটক করা হয়েছিল । যার জেরেই গতকাল RTO অফিস ঘেরাও করেন টোটো ও ই-রিকশা চালকরা । দাবি, পুজো অবধি অন্ততপক্ষে তাঁদের সময় দেওয়া হোক । এরমধ্যে তাঁরা রেজিস্ট্রেশন করে নেবেন ।

এ বিষয়ে আন্দোলনকারীদের একজন মধু সরকার জানান, এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নতুন ই-রিকশা কেনা তাঁদের পক্ষে সম্ভব নয় ৷ পুজোর আর খুব বেশি সময়ও নেই ৷ এমনিতেই তাঁরা আর্থিক সংকটে রয়েছেন । তাই তাঁদের যাতে কিছু সময় দেওয়া হয় তার জন্য RTO অফিসে গিয়েছিলেন ।

টোটো ও ই-রিক্সা চালকদের দাবির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে RTO । এ বিষয়ে RTO-র এক আধিকারিক সন্দীপ সাহা জানান, কোরোনা এবং পুজোর জন্য আগামী 14 নভেম্বর পর্যন্ত টোটো চালকদের সময় দেওয়া হয়েছে । এর মধ্যে প্রত্যেককে অবৈধ টোটোর বদলে ই-রিকশা কিনতে হবে এবং রেজিস্ট্রেশন করাতে হবে । তা না হলে আগামী দিনে আবার ধরপাকড় শুরু হবে । এবং টোটো চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details