কলকাতা, 8 জুলাই : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চারটি বিল্ডিং COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত নয়। এখানকার অন্য আরও একটি বিল্ডিং COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত হলেও কিছু সমস্যা রয়েছে। বুধবার ফের হাসপাতাল পরিদর্শনের পরে এই রিপোর্ট দিয়েছে এক্সপার্ট কমিটি ।
মেডিকেলের পাঁচটি ভবন কোরোনা চিকিৎসার অনুপযুক্ত, রিপোর্ট বিশেষজ্ঞ কমিটির
আজ স্বাস্থ্য দপ্তরকে দেওয়া রিপোর্টে এক্সপার্ট কমিটির তরফে জানানো হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের MCH, Ezra, DHB, SCLI এই চারটি বিল্ডিং COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত নয়। CB বিল্ডিং পরিকাঠামোগতভাবে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত হলেও, বেশ কয়েকটি সমস্যা রয়েছে। কারণ, এই বিল্ডিং এমার্জেন্সি ভবন। ট্রমা, সার্জারি, অর্থোপেডিক-সহ আপতকালীন অপারেশন থিয়েটার এখানে রয়েছে ।
COVID-19 রোগীদের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নন-COVID-19 রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা চালু করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে গতকাল হাসপাতালে পরিদর্শনে আসে এক্সপার্ট কমিটি। তারপর আজ ফের পরিদর্শনে আসেন কমিটির সদস্যরা। জানা গেছে, আজ পরিদর্শনের পর এক্সপার্ট কমিটি এই রিপোর্ট স্বাস্থ্যদপ্তরে পেশ করেছে । রিপোর্টে বলা হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের MCH, Ezra, DHB, SCLI এই চারটি বিল্ডিং COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত নয়। এই চারটি বিল্ডিংয়ে নন-COVID-19 রোগীদের ভরতি করানো যেতে পারে। তবে শুধুমাত্র এই চারটি বিল্ডিং নয়। এখানকার CB বিল্ডিং পরিকাঠামোগতভাবে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত হলেও, বিল্ডিংয়ে COVID-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। কারণ, এই বিল্ডিং এখানকার এমার্জেন্সি ভবন। ট্রমা, সার্জারি, অর্থোপেডিক-সহ আপতকালীন অপারেশন থিয়েটার এখানে রয়েছে। এই বিল্ডিংয়ে আদৌ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে COVID-19 রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে কি না, তা বিবেচনা করে দেখতে হবে।
এদিকে, এখানকার কলেজ কাউন্সিলের মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে, এই হাসপাতালের ইডেন এবং গ্রিন বিল্ডিংয়ে COVID-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের ঘাটতি রয়েছে, তার ফলে কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। ইডেন বিল্ডিংয়ে একদিকে COVID-19 রোগীদের চিকিৎসা যেমন হচ্ছে, তেমনই এই বিল্ডিংয়ে জুনিয়র ডাক্তারদের হস্টেলও রয়েছে। এর ফলে এখানকার জুনিয়র ডাক্তারদের জীবন বিপন্ন করা হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরতদের তরফে জানানো হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের 21 জন চিকিৎসককে নবান্নে এক বৈঠকে ডাকা হয়েছে। হাসপাতালে COVID-19 রোগীদের পাশাপাশি নন-COVID-19 রোগীদের চিকিৎসার বিষয়টি ওই বৈঠকে চিকিৎসকরা তুলবেন বলে জানা গিয়েছে।