পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনায় আক্রান্ত দেহরক্ষী, সপরিবারে কোয়ারানটিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় - কোয়ারানটিন

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষী কোরোনা আক্রান্ত হয়েছেন । সেকারণে, কল্য়াণবাবুকে তাঁর পরিবার-সহ কোয়ারানটিনে পাঠানো হল।

Kalyan banerjee
Kalyan banerjee

By

Published : Jun 4, 2020, 3:21 PM IST

Updated : Jun 4, 2020, 4:40 PM IST

কলকাতা, 4জুন : তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক দেহরক্ষী কোরোনায় আক্রান্ত । সেকারণে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে সপরিবারে কোয়ারানটিনে পাঠানো হল।

লকডাউনের মাঝে বাড়িতে বসে থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কখনও শেওড়াফুলি রেল স্টেশনে দরিদ্রদের খাবার বিতরণ করেছেন, কখনও শ্রীরামপুরের বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করেছেন রেশনের সামগ্রী। আবার জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি, চণ্ডীতলা 1 ও 2 নম্বর পঞ্চায়েত সমিতি, শ্রীরামপুর- উত্তরপাড়া ব্লক, শ্রীরামপুর মিউনিসিপালিটিতে বিপর্যয় মোকাবিলায় প্ল‍্যানিং নিয়ে করেছেন দীর্ঘ বৈঠক। এই সময় তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকতেন এক দেহরক্ষী। সম্প্রতি তাঁর শরীরে জ্বরের লক্ষণ দেখা দেওয়ায় লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গিয়েছে । সূত্র অনুযায়ী, ওই পুলিশকর্মী স্পেশাল ব্রাঞ্চের অফিসার ।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর পাড়ায় বাড়ি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পজ়িটিভ আসেনি বলে খবর। তবে ওই পাড়ায় বেশকিছু মানুষ ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছেন । দক্ষিণ 24 পরগনার এক বিধায়ক ও তাঁর দুই মেয়ের এর আগে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও সংক্রমিত হয়েছেন । তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন ।

Last Updated : Jun 4, 2020, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details